ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ যানজট

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট পার হতে যানবাহন ও যাত্রীদের চাপ দেখা গেছে। সকাল থেকেই ফেরি ঘাট ও লঞ্চ ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের এই চাপ লক্ষ করা যায়।

এদিকে কয়েক মাস ধরে মাওয়া কাওড়াকান্দি নৌরুটে ফেরি পার হতে পন্য বোঝাই ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট দিয়ে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে। 

মাওয়া ও কাওড়াকান্দি নৌরুট ব্যাবহার করতে না পারায় তাদের অতিরিক্ত খরচ ও সময় বেশি লাগছে, সেই সাথে ঘন্টার পর ঘন্টা মহাসড়কে ফেরি পারের অপেক্ষায় থেকে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে।

শুক্রবার  সকালে দৌলতদিয়া প্রান্তের ৫ নেং ফেরি ঘাট থেকে হ্যাচারী পর্যন্ত মহাসড়কে ও গোয়ালন্দমোড় এলাকায় ৭ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা যায়। তবে যেসব কাচামালবাহী ট্রাক যানজটে আটকে আছে তাদের সবচেয়ে বেশি দুর্ভোগে পরতে হচ্ছে। ফেরি সংখ্যা কম থাকায় যানবাহন পারাপার কম হচ্ছে বলে জানান চালকেরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, আজ সাপ্তাহিক ছুটির দিনের কারণে যানবাহন ও যাত্রীদের কিছুটা চাপ বেড়েছে। এদিকে বেশ কিছুদিন ধরে মাওয়া নৌরুটের পন্য বোঝাই যানবাহন পারাপার বন্ধ থাকায় ওই নৌরুটের সব পণ্যবাহী ভারী যানবাহন ফেরি পাররাপার হতে দৌলতদিয়া ফেরি ঘাট ব্যাবহার করছে। এ কারণে যানজট তৈরী হচ্ছে। 

বর্তমানে ১৯টি ফেরি এ রুটে চলাচল করছে। রাতে দুটি ফেরি বন্ধ থাকায় ১৬টি ফেরি দিয়ে পারাপার সচল রাখা হচ্ছে।

এমএম/