ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

বাঁকখালী নদীতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার | আপডেট: ০৬:৫৯ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার

কক্সবাজার রামু উপজেলার বাঁকখালী নদীতে ডুবে একই পরিবারের ২ কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা  রামুর লম্বরী পাড়ায় বাঁকখালী নদীতে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো একই গ্রামের আবদুল করিমের ৮ বছরের কন্যা সন্তান তাসপিয়া ও ৫ বছরের কন্যা সন্তান মিষ্টি মনি।

রামু থানার ভারপ্রাপ্ত ওসি আনোয়ারুল হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।   

স্থানীয়দের বরাদ দিয়ে তিনি জানান, শুক্রবার ছুটির দিন হাওয়ায় পাশের বাড়ির বন্ধুদের সাথে তাসপিয়া ও মিষ্টি মনি বাকঁখালী নদীতে খেলা করছিল। এসময় মিষ্টি মনি স্রোতে ভেসে গেলে তাসপিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামলে ২ জনই পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়।

পরে ২ শিশুকে স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা নোভেল কুমার জানান, হাসপাতালে আনার পূর্বেই পানিতে ডুবে ২ কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
কেআই//