ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫, আহত ১৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার

ইউক্রেনের প্রধান বন্দর শহর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য

ইউক্রেনের প্রধান বন্দর শহর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য

মাউরিপোল, ডনবাসের পর এবার ইউক্রেনের প্রধান বন্দর শহর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত ও ১৮ জন হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক।

মৃতদের মধ্যে তিন মাস বয়সী একটি শিশুও ছিল বলে মেসেজিং পরিষেবা টেলিগ্রামে দেয়া এক বার্তায় জানান ইয়ারমাক।

তিনি বলেন, আঘাতপ্রাপ্ত ভবনগুলোর মধ্যে অনেকগুলো ফ্ল্যাটের একটি ব্লকও ছিল।

রাশিয়ান আক্রমণকে "অলঙ্ঘনীয় নয়" উল্লেখ করে ইয়ারমাক লিখেছেন "দুষ্টের শাস্তি অবশ্যই হবে।"

এদিকে, সামাজিক মাধ্যমগুলোতে যে ফুটেজ প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে- ওডেসার একটি ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।

যদিও এই হামলার বিষয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি।

তবে বন্দর শহর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন।

আন্তন হেরাশচেঙ্কো নামে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর একজন সহযোগী বলেছেন, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আবাসিক ব্লকে আঘাত হেনেছে এবং নিজ গাড়িতে আগুন ধরে যাওয়ায় এক ব্যক্তি মারা গেছেন।

কথিত এই হামলার জন্য রাশিয়ার নিন্দা জানিয়ে টুইট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাও। সূত্র- বিবিসি।

এনএস//