ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাড়ছে যানজট

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩ এএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পার হতে ৮ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন। ফেরি সংকট ও মাওয়া নৌরুটে পণ্যবাহী যানবাহন পারপার হতে না পারায় চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটের মহাসড়কে। 

দৌলতদিয়ায় চারটি সচল ফেরিঘাটের মধ্যে প্রতিটিতে তিনটি করে পকেট থাকলেও সবগুলো পকেট দিয়ে যানবাহন লোড-আনলোড হতে না পারায় সময় ব্যয় হচ্ছে কয়েকগুণ। এতে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হওয়ার কারণে দীর্ঘ হচ্ছে যানজট।

ঈদের আগে আরও দুটি রোরো ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যোগ হওয়ার কথা থাকলেও তা আসতে আরও চার থেকে পাঁচদিন সময় লাগবে। 

এদিকে, পাটুরিয়া প্রান্তে পাঁচটি ফেরিঘাট থাকলেও বর্তমানে ভাঙ্গন ও পন্টুন সমস্যায় দুটি ফেরিঘাট বন্ধ থাকায় যানবাহন পারাপার বিঘ্নিত হচ্ছে। এ সমস্যাগুলোর কারণে বেশ কিছুদিন ধরে দুর্ভোগে রয়েছেন যাত্রী ও চালকরা।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র ঘাট ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, ঈদের আগে যাত্রী ও যানবাহন পারাপারে আরও দুটি ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া নৌবহরে যোগ হতে আরও চার থেকে পাঁচদিন সময় লাগবে। বর্তমানে ১৭টি ফেরি দিয়ে পারাপার সচল রাখা হয়েছে। 

দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে এখনও ভাসমান কারখানায় রয়েছে বলে জানান তিনি।

এএইচ/