ফ্রান্সের প্যারিসে পুলিশের গুলিতে নিহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার
ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন।
গতকাল রোববার সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফর ঘোষণার সময় এ ঘটনা ঘটে। পুলিশ দাবি করেছে, চলন্ত একটি গাড়ি তাদের দিকে ধেয়ে আসতে থাকলে আত্মরক্ষার্থে তারা গুলি করলে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘটনাটি ঘটেছে প্যারিসের পুঁ নফ সেতুতে। সেতুতে গাড়িটি উল্টো পথ দিয়ে চলছিল এবং পুলিশ কর্মকর্তাদের দিকে ধেয়ে আসছিল। তখন পুলিশ গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়িতে থাকা দুজন মারা যান এবং তৃতীয় একজন গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এদিন সন্ধ্যায় ভাগ্যনির্ধারণী চূড়ান্ত দফার ভোটের ফলাফল ঘোষণার পরই রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভ শুরু হয়। এর কয়েক ঘণ্টা পর প্যারিসের কেন্দ্রস্থলে পুলিশের গুলিতে গাড়ির ভেতর দুজন নিহতের ঘটনা ঘটে।
এসবি/