খুলে দেওয়া হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তিনটি উড়াল সেতু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার | আপডেট: ০৫:১৮ পিএম, ২৫ এপ্রিল ২০২২ সোমবার
ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সাসেক প্রকল্পের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তিনটি উড়াল সেতু যান চলাচলের জন্য খুলে দিয়েছে সড়ক বিভাগ। ঈদের আগে যানজট প্রবণ এসব নতুন উড়াল এলাকার সেতু খুলে দেয়ায় স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন চলাচলকারী যাত্রী ও চালকেরা।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় অনারম্বরভাবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশের নাওজোড় ও সফিপুর এলাকার উড়াল সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয় সড়ক বিভাগ।
সাসেক প্রকল্প সুত্রে জানা গেছে, সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় নাওজোড়, সফিপুর ও গোড়াই ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। ৮১০ মিটার দৈর্ঘ্যের নাওজোড় ফ্লাইওভার নির্মাণে ৫৮ কোটি টাকা আর ১২৬২ মিটার দৈর্ঘ্যের সফিপুর ফ্লাইওভার নির্মাণে ব্যয় হয়েছে ১০৫ কোটি টাকা।
ঈদের ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে যানজট প্রবণ এলাকায় নির্মিত উড়াল সেতু তিনটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিল সড়ক ও সেতু বিভাগ। নতুন তিনটি ফ্লাইওভার খুলে দেয়ায় এবার ঈদে যানজটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন সাসেক’র অতিরিক্ত প্রকল্প পরিচালক কে এম নূরে আলম।
গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে উত্তর বঙ্গের জেলাগুলোর লাগ লাখ মানুষ।
আরকে//