ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

করাচি বিশ্ববিদ্যালয়ে গাড়ি বিস্ফোরণ, চীনা নাগরিকসহ নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে একটি গাড়ি বিস্ফোরণে অন্তত ৩ চীনা নাগরিকসহ ৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষের একটি সূত্রকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে ওই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। 

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে তার মধ্যে ৭-৮ জন যাত্রী ছিলেন। তবে ঠিক কত জনের মৃত্যু হয়েছে সেই সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

করাচি পুলিশের ডিআইজি মুকাদ্দাস হায়দার জানিয়েছেন, একটি সাদা গাড়িতে করে কয়েকজন হোস্টেল থেকে কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই গাড়িটিতে বিস্ফোরণ হয়। কিন্তু কিভাবে বিস্ফোরণ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এনএস//