দৌলতদিয়ায় ফেরির চেয়ে লঞ্চে যাত্রীর চাপ বেশি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০২:১৩ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০২:১৭ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে ঘরমুখী মানুষের চাপ লক্ষ্য করা গেছে। তবে ফেরির চেয়ে লঞ্চগুলোতে যাত্রীদের চাপ বেশি।
পাটুরিয়ায় কয়েক কিলোমিটার এলাকায় যানবাহনের যানজট থাকায় যাত্রীদের পায়ে হেঁটে ফেরি ও লঞ্চে আসতে হয়েছে। সেই সাথে বাস ও ছোট ছোট যানবাহনে বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের।
তারপরও পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করার আনন্দে শত কষ্ট হলেও ভালো লাগছে বলে জানান তারা।
বৃহস্পতিবার দৌলতদিয়া মহাসড়কে যানজট কম দেখা গেছে। তিন থেকে চারশ’ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাককে ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
এদিকে, ঈদে ঘরমুখী মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা করার চালক ও শ্রমিকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বিট পুলিশ।
যাত্রীদের কোন ধরনের ভোগান্তি ও দুর্ভোগরোধে দালাল চক্র, ছিনতাইকারী ও ছোট বড় যানবাহনের চালক ও শ্রমিকেরা যেন ঈদ যাত্রাকে বাধাগ্রস্থ করতে না পারে এজন্য পুলিশ ও সংশ্লিষ্টদের সজাগ থাকতে বলা হয়েছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে পুলিশ প্রশাসন।
এএইচ/