ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দিতেই তার এই সংক্ষিপ্ত সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টার পর ভারতীয় বিমান বাহিনী একটি বিশেষ উড়োজাহাজে ঢাকার কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে নামেন তিনি।

সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশেরর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন আনুষ্ঠানিকভাবে সেই সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দিতেই জয়শঙ্করের ঢাকা সফর।

বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর বিকাল ৫টায় ফরেইন সার্ভিস অ্যাকাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে শেখ হাসিনার ভারত সফর হতে পারে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএ/