ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

শেষ কার্যদিবসে শেয়ার বিক্রির চাপ, কমেছে সূচক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৬:০৬ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগে শেষ কার্যদিবসের লেনদেন ছিল আজ। ফলে এ দিন বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। এতে উভয় শেয়ারবাজারে সূচক পতনমুখী অবস্থানে নেমে এসেছে।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৫৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৯০টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৬৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ৬২ কোটি টাকা কম।

অন্য শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০০ পয়েন্টে এবং সিএসআই সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২১৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৫টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত আছে ৩১টির। দিন শেষে সিএসইতে ৩৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি। 

আরকে//