ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চৌমুহনীতে শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে আগুনে পুড়েছে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী ব্যাংক রোড সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাজারের প্রধান সড়ক সংলগ্ন ব্যাংক রোডের একটি দোকানে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সড়ক পার্শ্ববর্তী অন্তত শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খবর পেয়ে চৌমুহনীর দুটি, মাইজদীর দুটি, সোনাইমুড়ীর একটি, সেনবাগের একটি, কোম্পানীগঞ্জ ও ফেনীর একটিসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থল পরির্দশন করেছে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

চৌমুহনী ফায়ার সার্ভিসের আবদুস সালাম জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
কেআই//