ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২২ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে।

শনিবার সকাল দেখা গেছে, সড়কে ঘরমুখো মানুষের তুলনায় যাত্রীবাহী বাসের স্বল্পতা।

শিল্প কারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষেরা বাস-ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যানসহ যে যেমনে পারছেন সেভাবেই ছুটে চলেছেন গ্রামের বাড়িতে ঈদ করতে। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহনের তুলনায় ঘরমুখো মানুষের সংখ্যা বেশি দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ, যানবাহনগুলোকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। 

ঘরমুখো মানুষের তুলনায় যাত্রীবাহী বাসের স্বল্পতা ও ভাড়া বেশি নেয়ার কারণে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে চড়ে গন্তব্যে ছুটছেন।

এএইচ/