ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

৩ পর্বের বিশেষ আয়োজন নিয়ে ঈদে ‘সিসিমপুর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২১ পিএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দ ছোট বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রতিবারের মত এবারও উপস্থিত হচ্ছে সিসিমপুর। ‘মিলেমিশে সবে, মাতি উৎসবে’ এ স্লোগানে ৩টি বিশেষ পর্ব আনন্দ দিবে ছোট্ট বন্ধুদের।

যা বাংলাদেশ টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন বেলা ১টায়।

উৎসব, বৈচিত্র্য, মিলেমিশে থাকা এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ তিন পর্ব। যেখানে আনন্দ আর বিনোদনের মাধ্যমে বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরবে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, ইকরি আর বাহাদুর। 

এই অনুষ্ঠানের ৩টি পর্বেই শিশুরা অংশ নেবে। হালুম, ইকরি আর বাহাদুরের সঙ্গে তারা ভার্চ্যুয়ালি মেতে উঠবে ঈদ আড্ডায়। ভাগাভাগি করবে তাদের ঈদ উদ্‌যাপনের অনুভূতি।

এছাড়া তিন পর্বের ঈদ স্পেশাল সিসিমপুরের একটি পর্বে তৃতীয় লিঙ্গের একজন তারকা এবং আরেকটি পর্বে শারীরিক প্রতিবন্ধী একজন শিশুও অংশ নেবে। যার মাধ্যমে শিশুদের মাঝে একীভূত করার গুরুত্ব তুলে ধরা হবে।
আরএমএ/ এসএ/