ঠাকুরগাঁওয়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১২ পিএম, ১ মে ২০২২ রবিবার
ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন ও সালন্দর ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ, নারগুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেরেকুল ইসলাম।
জেলা প্রশাসক জানান, ঝড়ে প্রাথমিক পর্যায়ে জেলার দুই হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে এই ত্রাণের আওতায় আনা হচ্ছে। শুকনো খাবারের মধ্যে ছিল ১০ কেজি করে চাল, এক কেজি মশুর ডাল, লবন, এক কেজি চিনি, এক লিটার সোয়াবিন তেল, হলুদ, মরিচ ও ধনিয়া গুড়ো।
উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে ঠাকুরগাঁওয়ে প্রায় ঘন্টাব্যাপী কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়। এতে গাছপালা, ঘরবাড়ি এবং ব্যাপক ক্ষতি হয়েছে আম, ধান, ভুট্টাসহ ফসলের। ৪৮ ঘন্টাতেও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহরের বিভিন্ন এলাকাসহ প্রায় সকল গ্রাম। আহত হয়েছে অর্ধ-শতাধিক মানুষ।
কেআই//