জানাযায় এসে নিজেই লাশ হলেন হাছেন শেখ
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০২:২২ পিএম, ২ মে ২০২২ সোমবার | আপডেট: ০২:২৩ পিএম, ২ মে ২০২২ সোমবার
নাটোরের গুরুদাসপুরে নিকটাত্মীয়ার জানাযায় এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাছেন শেখ নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত হাছেন শেখ উপজেলার খুবজীপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত জুরান শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, বিলশা এলাকায় জাহেদা বেগম নামে এক আত্মীয়’র জানাযায় অংশ নেওয়ার জন্য অটোভ্যানে যাচ্ছিলো হাছেন শেখ। বিলশা মা জননী সেতুর অপরপাড়ের একটি মোড় এলাকায় বেপোরায়া গতিতে আসা ধান বোঝাঁই একটি ইঞ্জিন চালিত ট্রলির সাথে অটো ভ্যানের ধাক্কা লাগে। এসময় হাছেন শেখ অটো ভ্যান থেকে নিচে পড়ে যান। এসময় ওই ট্রলির চাকার নিচে পরে নিহত হন তিনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় নিয়মিত মামলা রজুর প্রস্তুতি চলছে। ট্রলিটি আটক করেছে পুলিশ।”
এসএ/