ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঈদের সকালে টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেল ৩ যুবকের

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার | আপডেট: ০২:০০ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার

ঈদুল ফিতরের নামাজের প্রস্তুতি হিসেবে নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিন যুবকের মৃত্যু ও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মে) সকাল ৯টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে নিউ ধলেশ্বরী নদীর পাড়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হাতিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৭), জুলহাস উদ্দিনের ছেলে ফয়সাল (১৭) ও আব্দুর রাজ্জাকের মেয়ের জামাই জুলহাস (২০)।

আর আহতরা হলেন, আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব (১৫) ও আশরাফুলের ছেলে জাহিদ (২০)।

দশকিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মালেক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহত তিনজনকে দাফনের প্রস্তুতি চলছে।

আরএমএ//এনএস//