ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

তেঁতুলতলার সেই মাঠে হলো ঈদের জামাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৪:১৮ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা সেই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন মঙ্গলবার সকাল ৮টায় সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর পক্ষে ওই ঈদের জামাতের আয়োজন করছে উত্তর ধানমণ্ডি মসজিদ কমিটি। মাঠে নামাজ আদায় করতে পেরে এলাকার বাসিন্দারা খুশি।

জামাতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ পর্যায়ে স্থান স্বল্পতায় রাস্তায় গিয়ে পৌঁছায় মানুষের লাইন।

মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দ প্রকাশ করেন সেখানকার বাসিন্দারা। ফরহাদ নামের এক বাসিন্দা বলেন, “শিশুদের খেলার মাঠ ও ঈদের নামাজসহ সামাজিক কার্যক্রমের জায়গা হলো এ তেঁতুলতলা মাঠ। এ মাঠে আমরা ঈদের জামাত করতে পারছি, এটা অবিশ্বাস্য। ঈদে মাঠটাই এলাকাবাসীর কাছে বড় পাওয়া।”

মাঠে ঈদের নামাজ পড়তে পারা নিয়ে উচ্ছ্বসিত উত্তর কলাবাগানের বাসিন্দা সানোয়ার। তিনি বলেন, “বিগত বছরগুলোয় যেভাবে আমরা এ মাঠেই ঈদের জামাত করছিলাম, এবারও সেভাবেই করতে পারছি। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।”

প্রসঙ্গত, চলতি বছরের ৩১ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় কলাবাগান থানার ভবন নির্মাণের জন্য খেলার মাঠটি ডিএমপির কাছে হস্তান্তর করে। কয়েক মাস ধরে শিশুদের স্বার্থে এটিকে মাঠ রাখার দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছিলেন স্থানীয়রা।

সম্প্রতি ওই মাঠটিতে কলাবাগান থানা নির্মাণের উদ্যোগ নেয়া হলে উদীচীর কর্মী সৈয়দা রত্নার নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। সেখানে অবকাঠামো নির্মাণ শুরুর পর গত ২৪ এপ্রিল পুলিশ রত্না ও তার ছেলেকে আটক করে। এরপর ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয় এলাকাবাসী ও পরিবেশবাদীদের মধ্যে। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এরপর প্রধানমন্ত্রী সেখানে থানা ভবন না তোলার নির্দেশ দেন।

ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “তেঁতুলতলা মাঠের মালিকানা পুলিশেরই থাকবে। তবে, এখন যেভাবে মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে, সেভাবে ব্যবহার হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী এ মাঠের বিষয়ে একটি নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাঠে স্থাপনা নির্মাণের কাজ এর মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।”
এসএ/