ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৮ ১৪৩১

এতিম শিশুদের ঈদ উদযাপন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার | আপডেট: ১০:১২ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার

সবার ঈদের আনন্দ এক নয়। সবাই চায় নিজ নিজ পরিবার প্রিয়জনদের সাথে এই আনন্দ ভাগাভাগি করতে। কিন্তু, যাদের পরিবার নেই-বিশেষ করে বাবা-মা হারানো এতিমদের ঈদ কেমন? অসহায় সেসব শিশুদের সাথে ঈদ ভাগাভাগি। 

জীবন কারো জন্যে থেমে থাকে না। প্রিয় মানুষগুলো এই পৃথিবীতে নেই, তবুও তো বাঁচতে হবে। হ্যা, হয় তো সেই আল্লাদিপনা নেই- নেই বাড়তি আবদারের ছড়াছড়ি। তবুও নিজেদের গুছিয়ে নিয়েছে এই শিশুরা। 

এতিমখানার আঙিনা নিজ বাড়ির মতো হয় তো নয়। কিন্তু, এটাই ঠিকানা এতিম শিশু-কিশোরদের। সাধ্যে সবকিছু দিয়ে উৎসবের আয়োজন সাজিয়েছে, স্যার সলিমুল্লাহ এতিমখানা কর্তৃপক্ষ। ১৩০ জন  শিশুর নতুন জামা-কাপড়, খাবারে লাচ্ছা-সেমাই, জর্দ্দা পোলাও আর মাংস সবকিছু তো আছেই। 

খেলাধুলা ও হইচইও আছে। কিন্তু, তারপরও হঠাৎই অজানা শূন্যতা ভর করে উঠে কারো কারো। 

আরকে//