ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

দেশে ফিরেছেন হাজি সেলিম, যোগ দিলেন জানাজায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার

দেশে ফিরেছেন ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য হাজি সেলিম। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

হাজি সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে ফিরেই লালবাগে তার নির্বাচনী এলাকার শাহানি বেগম নামে স্থানীয় এক বাসিন্দার জানাজায় অংশ নেন। 

এর আগে শনিবার সন্ধ্যায় দেশ ছাড়েন হাজি সেলিম। 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই মামলায় আওয়ামী লীগের এই এমপির ঈদের পর বিচারিক আদালতে আত্মসমর্পণের কথা ছিল। কিন্তু তার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি থাইল্যান্ডের ব্যাংকক যান। 

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে লালবাগ থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল পৃথক দুটি ধারায় হাজী সেলিমকে ১০ বছর ও তিন বছর কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। এরপর হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম।
এসএ/