ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভারতের বিপক্ষে ১০ উইকেট নেয়া জার্সি নিলামে তুললেন আজাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩ এএম, ৭ মে ২০২২ শনিবার

গত বছরের ডিসেম্বরে মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি।

ইনিংসে ১০ উইকেট নেয়ার সেই ঐতিহাসিক জার্সি নিলামে তুললেন প্যাটেল। স্টারশিপ নামের একটি শিশু হাসপাতালকে আর্থিক সহায়তা করতে উদ্দেশে জার্সিটি নিলামে তুলেন তিনি।

প্যাটেলের সেই ঐতিহাসিক জার্সিতে খেলা নিউজিল্যান্ডের সকল খেলোয়াড়ের স্বাক্ষর আছে। জার্সির সাথে ওই ম্যাচের স্কোর কার্ডও ফ্রেমে বন্দি করা হয়েছে।

এরই মধ্যে ঐতিহাসিক জার্সির দাম ৫ হাজার ১০০ নিউজিল্যান্ড ডলার ছাড়িয়েছে। আগামী বুধবার সন্ধ্যায় শেষ হবে নিলাম।

এ ব্যাপারে প্যাটেল বলেন, ‘গত বছর আমাদের মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আমাকে ও আমার স্ত্রীকে স্টারশিপ হাসপাতালে কয়েক দিন থাকতে হয়েছিল। এটা ছিল খুবই দুর্ভাবনার সময়। পরে বুঝতে পারি, আমরা অনেক সৌভাগ্যবান ছিলাম কারণ, অল্প সময়ই সেখানে থাকতে হয়েছিল। স্টারশিপ আমাদের দারুণ সহায়তা করেছে। তাই তাদের কিছু ফিরিয়ে দিতে চেয়েছি। এটিই একটি উপায়, যা আমরা করতে পারি।’

প্যাটেলের এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেছেন স্টারশিপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দাজি পাঙ্গা। 

তিনি বলেন, ‘বিশেষভাবে কৃতজ্ঞ প্যাটেলের কাছে, এভাবে আমাদের সমর্থন করার প্রস্তাব দিয়েছেন। মাঠে একজন রোল মডেল হবার পাশাপাশি উদারতার প্রমাণ দিয়েছেন।’

এএইচ/