শ্বশুরালয়ে নারায়ণগঞ্জের মেয়র আইভী
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১০:১৭ এএম, ৭ মে ২০২২ শনিবার | আপডেট: ১০:১৯ এএম, ৭ মে ২০২২ শনিবার
ফুল দিয়ে শ্বশুরালয়ে অভ্যর্থনা জানান হয় মেয়র আইভিকে
টানা তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হবার পর শত ব্যস্ততার মধ্যেও রাজবাড়ীতে শ্বশুরালয়ে পরিবারের সাথে সময় কাটালেন ডঃ সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার সকালে রাজবাড়ী জেলা শহরের সরকারি আদর্শ মহিলা কলেজের পেছনে অবস্থিত শ্বশুরালয়ে আসেন তিনি। সাথে ছিলেন বড় ছেলে কাজী সাদমান হায়াৎ সীমান্ত।
শাশুড়ি কাজী হাবিবা সালেহসহ পরিবারের অন্যান্য সদস্য মিতু, মিন্টু, সেলিনা ইয়াসমিন মিলিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময়ে মেয়র আইভির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলার কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামসহ জেলা শহরের গণ্যমান্য ব্যক্তিরা।
পরে তিনি জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী এবং সদর উপজেলার পাঁচুরিয়ায় থাকা স্বজনদের বাড়িতে যান
এবং সৌজন্য স্বাক্ষাত করেন। শ্বশুরালয়ে রাত্রি যাপন শেষে আজ শনিবার সকালে তার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হবার কথা রয়েছে।
এএইচ/