ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

স্ত্রীর নির্দেশে টিটিইকে বরখাস্ত সমীচীন হয়নি: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ৮ মে ২০২২ রবিবার

কথিত আত্মীয়দের রেলমন্ত্রীর না চেনার তথ্য সঠিক, একইসাথে মন্ত্রীর স্ত্রীর কথায় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত সমীচীন নয় বলে মন্তব‌্য করেছেন তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

রোববার (৮ মে) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ইউনিভার্সেল মেডিক‌্যাল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এসময় মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশকে আফগানিস্তানের পেছনে দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-আরএসএফ নিজেরাই প্রমাণ করেছে তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ চায় সব দলকে নিয়ে নির্বাচন।’ গতকালের (৭ মে) ওয়ার্কিং কমিটির বৈঠকের বিষয়ে তিনি এসব কথা বলেন।’ 

আরকে//