ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

সরবরাহ বাড়াতে ভোজ্য তেল বিক্রি করবে টিসিবি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩ পিএম, ৮ মে ২০২২ রবিবার | আপডেট: ০৮:৪৩ এএম, ৯ মে ২০২২ সোমবার

বাজারে নেই সয়াবিন ও পাম অয়েল। এমন পরিস্থিতিতে চলতি মাসেই নতুন করে ভোজ্য তেলসহ ভোগ্যপণ্য বিক্রি শুরু করার কথা জানিয়েছে টিসিবি। 

গত বৃহস্পতিবার ৩৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৯৮ টাকা, খোলা সয়াবিন ১৮০ টাকা এবং পাম অয়েল ১৭২ টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু বাজারে সরিষা আর সুর্যমুখি ফুলের তেল ছাড়া দেখা মিলছে না সয়াবিন ও পাম অয়েলের। 

বাজার নিয়ন্ত্রনে ঈদের আগে দুই দফায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেছে টিসিবি। এখন বাজার স্থিতিশীল রাখতে নতুন করে আবার পণ্য বিক্রির কথা জানিয়েছে তারা। 

এদিকে, ভোজ্যতেলের এই মূল্যবৃদ্ধিকে তেলমুক্ত খাবারের অভ্যাস গড়ে তোলার সুযোগ হিসাবে দেখছেন স্বাস্থ্য সচেতনরা। 

সাওল হার্ট সেন্টারের চেয়ারম্যান কবি মোহন রায়হান, ভোজ্যতেলের ট্রাইগ্লিসারাইড হৃদরোগসহ নানা জটিল রোগের জন্য দায়ী বলেও জানান তিনি। 

আরকে//