কুমিল্লায় মালবাহী বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪২ এএম, ৯ মে ২০২২ সোমবার
কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালীর সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফলে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়েছে।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।
কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ভোর ৪টার দিকে রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়।
ইতোমধ্যে ট্রেন উদ্ধার কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।
এএইচ/