৪১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৯ মে ২০২২ সোমবার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
সোমবার (৯ মে) দুপুরে ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
এর আগে সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার মনির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২০), লক্ষ্মীপুর জেলার চর রুহিতা গ্রামের আব্দুর রবের ছেলে মো. আমিন (২৮)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারি পরিচালক মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ২শ’ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে একটি পিকভ্যান জব্দ করা হয়।
পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
এএইচ/