পোশাক খাতের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলার ছাড়াবে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ১০ মে ২০২২ মঙ্গলবার
বিদ্যমান গতিশীলতা বজায় থাকলে পোশাক খাতের রপ্তানি আয় দ্রুতসময়ে ৫০ বিলিয়ন ডলার ছাড়াবে বলে আশা করছেন উদ্যোক্তারা। সরকারি সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি তাদের।
রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দু’দিনব্যাপি আন্তর্জাতিক ডেনিম প্রদর্শনী। উদ্বোধনী পর্বে দেশের সার্বিক পোশাক খাতের চিত্র তুলে ধরেন উদ্যোক্তারা। উঠে আসে ডেনিম পোশাকের সম্ভাবনার নানাদিক।
উদ্যোক্তারা বলেন, করোনা সত্ত্বেও সরকারি নীতিসহায়তা কাজে লাগিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িতে সক্ষম হয়েছে দেশের পোশাক শিল্প। ক্রেতারা ন্যায্যমূল্য দিলে এখাতের অগ্রযাত্রা আরো গতিশীল হবে।
আলোচনা শেষে প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন বিজিএমইএ’র বর্তমান ও সাবেক সভাপতিসহ পোশাকখাতের উদ্যোক্তারা। এবারের ডেনিম এক্সপোতে ১৬টি দেশের ৮০টি স্টল বসেছে।
প্রদর্শনীর মাধ্যমে দেশের ডেনিম খাত আরো বিকশিত হবে বলে আশা উদ্যোক্তাদের।
প্রদর্শনীতে দেশ-বিদেশের অন্তত ২০ হাজার ক্রেতা-দর্শনার্থী আসবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
আরকে//