লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টেই জয়ের লক্ষ্য কোচ সিডন্সের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৯ পিএম, ১১ মে ২০২২ বুধবার | আপডেট: ০২:৩৪ পিএম, ১১ মে ২০২২ বুধবার
টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই জয় চায় বাংলাদেশ। অতীতের সবকিছুকে ছাড়িয়ে এমনটাই প্রত্যাশা কোচ জেমি সিডন্সের। তবে বাস্তবতাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
জেমি সিডন্স বলেন, “শ্রীলঙ্কা খুব ভালো বোলিং দল, খুব ভালো ব্যাটিং দলও। ওদের সঙ্গে লড়াই করতে হলে এবং টেস্ট ম্যাচ জিততে হলে নিজেদের খেলার চূড়ায় থাকতে হবে আমাদের। আমাদের লক্ষ্য অবশ্যই দেশের মাঠে দুটি টেস্ট জয়।”
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে লাল বলে খেলার সুযোগও খুব একটা পায়নি টাইগাররা। তবে সিরিজ শুরুর প্রেক্ষাপটে চট্টগ্রামে কয়েকদিনের অনুশীলন করেছে খেলোয়াড়রা। এই প্রস্তুতিকেই অবশ্য যথেষ্ট মনে করছেন সিডন্স।
এই অস্ট্রেলীয় কোচ বলেন, “দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে বেশির ভাগ ক্রিকেটারই ঢাকা লিগে রান করেছে। তাতে আত্মবিশ্বাস পেয়েছে। দুটি দিন কেটেছে অনুশীলনে। আরও তিনটি দিন আছে সামনে। এটা যথেষ্টরও বেশি।”
দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে বলেন, “দক্ষিণ আফ্রিকায় সফর ছিল লম্বা। টেস্ট ক্রিকেটে খুব ভালো খেলিনি আমরা। ক্রিকেটে ভালো সময় আসে, খারাপ সময়ও আসে। তবে টেস্ট ম্যাচে আমরা ভালো কিছু পারফরম্যান্স দেখিয়েছি।”
১৫ মে চট্টগ্রামে শুরু হবে দুই টেস্টের প্রথম ম্যাচ। আর দ্বিতীয় টেস্ট ২৩ মে থেকে মিরপুরে।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে ২২ ম্যাচ খেলে বাংলাদেশের জয়ই স্রেফ একটি। সেই ২০১৭ সালে দেশের শততম টেস্ট ম্যাচের সেই স্মরণীয় জয়। ওই জয়ের পর ২০১৮ সালে দেশের মাঠেই শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ, সিরিজ হেরেছে গত বছর শ্রীলঙ্কায় গিয়েও।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, ধনাঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, চামিকা করুনারত্নে, রমেশ মেন্ডিস, সুমিন্দা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রাভিন জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।
এএইচ/