নাটোর সদর হাসপাতালে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১২ পিএম, ১১ মে ২০২২ বুধবার
নাটোর আধুনিক সদর হাসপাতালে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে স্থানীয সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এই অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। এর আগে সাংসদ শফিকুল ইসলাম শিমুল হাসপাতাল চত্বরে ফিতা কেটে এই অ্যাম্বুলেন্স সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন, সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বিএমএ’র সভাপতি ডা. এস এম জাকির হোসেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ রায়, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, সাবেক উপ-দপ্তর সম্পাদক প্রভাষক-আকরামুল ইসলাম স্বপ্নিল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা আওয়ামী লীগের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আলমঙ্গীর প্রমুখ নেতৃবৃন্দ।
শিমুল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার ৮৫টি লাইফ সাপোর্ট এম্বুলেন্স প্রদান করেছে। এসব অ্যাম্বুলেন্সের মধ্যে প্রধানমন্ত্রী নাটোর সদর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন। অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই এম্বুলেন্স সেবা গ্রহণকালে মুমূর্ষু রোগীরা নিবিড় স্বাস্থ্য পরিচর্যা সুবিধা পাবেন।
পরে হাসপাতালের ডা. নুরুল হক মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। সভায় স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কেআই//