ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রেকর্ড গড়লেন করিম বেনজিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬ এএম, ১৩ মে ২০২২ শুক্রবার

লেভান্তের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে একটি গোল পেয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজিমা। আর এই গোলের মধ্যে দিয়ে বেনজিমা ছুঁয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রাউল গঞ্জালেসের ৩২৩ গোলের রেকর্ড।  

৭৪১ ম্যাচে ৩২৩ গোল নিয়ে রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন রাউল। কিন্তু ৬০৩ ম্যাচ খেলে ৩২৩ গোল করে সেই জায়গা দখল করে নিলেন বেনজিমা। তার সামনে এখন আছেন শুধুই ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকার গোল সংখ্যা ৪৫০। 

বেনজিমা ৩২৩ গোলের মধ্যে লা লিগায় করেছেন ২১৯টি, চ্যাম্পিয়নস লিগে ৭৪টি এবং বাকি টুর্নামেন্টগুলোতে করেছেন ৩০টি গোল।

চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন করিম বেনজিমা। সব প্রতিযোগিতা মিলে ৪৪ ম্যাচে করেছেন ৪৪ গোল। রিয়ালকে ৩৫তম লা লিগা জেতাতে রেখেছেন বড় অবদান। পাশাপাশি লস ব্লাংকোসদের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতেও রেখেছেন বিরাট ভূমিকা।
এসএ/