ব্রাহ্মণবাড়িয়ায় ১২শ’ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৪ মে ২০২২ শনিবার
ব্রাহ্মণবাড়িয়ায় দোকান এবং গুদামে অভিযান চালিয়ে প্রায় ১২শ’ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোরে এ অভিযান চালানো হয়।
এসময় অবৈধভাবে সয়াবিন তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শেষে জব্দকৃত প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল ৭৬০ টাকা করে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোরে এবং তার গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সয়াবিন তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত সয়াবিন তেল বোতলেরর গায়ের দামে বিক্রি করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএইচ/