আয়-উন্নতিতে বাঁধা আসতে পারে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২০ এএম, ১৫ মে ২০২২ রবিবার
রাশিফলের পক্ষে-বিপক্ষে, বিশ্বাস করা, না করা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তারপরও প্রতিদিনি সকালে পত্রিকার পাতায় নিজের রাশিফল দেখার মতো মানুষ কম নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. মার্গারেট হ্যামিলটনের ভাষ্য, সংবাদপত্রে প্রকাশিত ৭০ শতাংশ রাশিফলে থাকে ইতিবাচক কথা। আর রাশিফল পড়ে মানুষ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা, উদ্বেগ থেকে এক ধরনের মুক্তির পথ খোঁজে। তবে নানা কারণে জীবনে যেমন ব্যর্থতা থাকে, পাশাপাশি মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে মানুষ নিজেই তার ভাগ্য গড়ে নিতে পারে।
মিলিয়ে নিন আপনার এ সপ্তাহের (১৪ থেকে ২০ মে) রাশি…
মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
এ সপ্তাহে আপনাকে কিছুটা সতর্ক থাকা ভাল। রাগ জেদ অভিমান আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। কোন প্রকার আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পুরাতন কোন সমস্যা বা ঝামেরা বেড়ে যেতে পারে। একটু বুঝে সামলে নিজেকে নিজের মত করে পরিচালিত করতে পারলে ভাল। প্রাপ্তিযোগ কাজেকর্মে অগ্রগতি এবং দৈহিক কষ্ট লাঘবের সম্ভাবনা আছে। তবে রোমান্সে প্রতারিত হতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
এ সপ্তাহে আপনার কাজকর্মের চাপ বেশ বেড়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য মধ্যম গতিতে চলতে পারে, সতর্কতা বা নিয়ম শৃঙ্খলা না মানলে কর্মস্থলে আপনি সমালোচিত হতে পারেন। তবে আপনার শারীরিক সুস্থতা বাড়তে পারে। মানসিক শান্তি এবং পারিবারিক সুখ-শান্তিও বজায় থাকবে। মাথা ঠাণ্ডা রেখে অন্যের সাথে অহেতুক বাদ-বিবাদ থেকে নিজেকে সামলে রাখুন। রোমান্সে সাবধানতা মেনে চলুন।
মিথুন (২১ মে-২০ জুন)
এ সপ্তাহে মিথুন রাশির বন্ধুদের জন্য বেশ কিছুটা সতর্কতা মেনে চলতে পারলে ভাল। অহেতুক বাদ-বিবাদ বা মতামতের মিল নাও হতে পারে। বন্ধু-বান্ধব বা ব্যবসায়িক পার্টনারের সাথে বাদ-বিবাদে জড়িয়ে পড়তে পারেন। যার ফলশ্রুতিতে আপনার চিত্তে চহ্চলতা বাড়তে পারে। বাড়তে পারে কাজের চাপ। তবে আয়-উন্নতিতে বাঁধা আসতে পারে। প্রেমে বা রোমান্সে বাঁধা।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
কর্কট রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা মোটামুটি মিশ্র ফলদায়ক হতে পারে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রাপ্তি যোগের সম্ভাবনা বেশ বেশি। দূর থেকে কোন সুসংবাদও পেতে পারেন। কারো কারো বিদেশ থেকে টাকা আসতে পারে। নতুন যোগাযোগ শুভ পুরাতন পাওনা আদায় হতে পারে। দান ধ্যান বা ধর্মীয় কাজকর্মে কারো কারো আগ্রহ বাড়তে পারে। প্রচারে প্রসারতা আসবে। প্রেমে বা বন্ধুত্বে শুভ সূচনা হতে পারে। বুদ্ধি করে এগিয়ে চলুন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সিংহ রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা বেশ শুভ হতে পারে। প্রয়োজনীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানুষের সহযোগিতা পেতে পারেন। পুরাতন বা আটকে থাকা কাজকর্মে গতি আসতে পারে। কারো সহযোগিতায় আপনার আটকে থাকা কাজ হয়ে যেতে পারে। দূর থেকে কোন সুসংবাদও পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে গতি আসতে পারে। কর্মস্থলে আপনার অবস্থান বেশ ভাল হতে পারে। বিয়ের কথাবার্তা এগিয়ে আসতে পারে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা তেমন ভাল নাও যেতে পারে। কাজেকর্মে বাঁধাবিঘ্ন আসতে পারে। উদ্যমে ভাটা পড়তে পারে। ব্যবসা বাণিজ্যে তেমন ভাল নাও হতে পারে। বন্ধুদের সাথে অহেতুক বাদ-বিবাদে জড়িয়ে পড়া ঠিক হবে না। দূর থেকে কোন বিভ্রান্তিকর তথ্য আপনাকে বিভ্রান্ত করতে পারে। কারো কারো বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। প্রেম রোমান্সে সাবধানতা মেনে চলুন, নইলে আর্থিক ক্ষতি হতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
তুলা রাশির বন্ধুদের জন্য বলবো মাথা ঠাণ্ডা রেখে বুঝে সামলে চলুন। নিজের ভুলে কোন ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা মেনে চলুন। প্রয়োজনীয় ক্ষেত্রে অন্যের সাহায্য সহযোগিতা পেতে পারেন। সতর্ক না থাকলে ছোটখাট কোন বিষয়ে বদনাম ছড়াতে পারে। শরীরের দিকে নজর রাখুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। প্রেমের ফাঁদে পড়ে প্রতারিত হতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটা খুব সাবধানতা মেনে চলা উচিত। নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন নইলে অল্প ক্রোধে বড় ক্ষতির সম্ভাবনা আছে। আঘাত পেতে পারেন। হতে পারে মনে কিংবা শরীরে যানবাহন এবং যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন নইলে আঘাত পেতে পারেন। রাগ জেদ অভিমান থেকে বিরত থাকুন। বুদ্ধি করে বুঝে চলুন। প্রেমে বা রোমান্সে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন।
ধনু (২৩ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এ সপ্তাহটা বেশ মিশ্র ফলদায়ক হতে পারে। নিজের শরীরের দিকে নজর রাখা প্রয়োজন বিশেষ করে পেট। যারা চাকরি বা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত তাদের জন্য মোটামুটি শুভ হতে পারে। কারো কারো সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের কথাবার্তা চলতে পারে। প্রাপ্তি যোগ বা নতুন যোগাযোগ তৈরি হলে তেমন শুভ আশা করা যায় না। ফলে সাবধানতা মেনে চলা উচিত।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য বলবো পারিবারিক বাদ-বিবাদে জড়িয়ে না পড়েন সেদিকে নজর রাখুন। পরিবারে কোন বয়স্ক লোকের অসুস্থতা আর্থিক চাপ তৈরি করতে পারে। পারিবারিক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে ভাইবোনের সাথে মতনৈক্য তৈরি হতে পারে। বুঝে সামলে নিজেকে নিজের মত করে পরিচালিত করুন। ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। প্রেম বা বিয়ের কথাবার্তা ভেঙ্গে যেতে পারে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহ মধ্যম মানের যেতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভাল তাকলেও শেষের দিকে একটু জ্বালাতে পারে। ব্যবসা বাণিজ্য মধ্যম। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা মাঝপথে থেমে যেতে পারে। চাকরি স্থানে আপনার অবস্থান বেশ শুভ হতে পারে। তবে ভাল মন্দ মন্দ ভাল এই দোলাচলে বেশ কটা দিন চলতে হতে পারে। দূর থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করুন। মন বিক্ষিপ্ত হতে পারে। একটু বুঝে চলুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীন রাশির জাতক-জাতিকার জন্য একটু জটিলতা অপেক্ষা করছে। মামলা মোকদ্দমা সম্পত্তি চিন্তা পরিবারে কিছুটা অশান্তি হতে পারে। নিজেকে একটু বুঝে সামলে চলতে পারলে ভাল করবেন। দূর থেকে প্রাপ্ত তথ্য যাচাই করুন। ব্যবসায়িক যোগাযোগে সতর্ক থাকুন। প্রেম বা রোমান্সে তেমন শুভ নাও হতে পারে। সর্বোপরি বুঝে চলা উচিত।
-ড. বিশ্বজিৎ হালদার
এএইচ/