ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পিরোজপুরে বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগে যুবক গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০ পিএম, ১৫ মে ২০২২ রবিবার

পিরোজপুর পৌরশহরের শিকারপুর এলাকা থেকে বৈদ্যুতিক মিটার ও মিটারের সংযোগের সার্ভিস তার চুরির অভিযোগে ফেরদৌস অহিদ ওরফে রাসেল সরদার নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পিরোজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর শিকারপুর এলাকার এনায়েত সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ শনিবার অভিযুক্ত রাসেল সরদারকে গ্রেফতার করে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতার হওয়া ফেরদৌস অহিদ ওরফে রাসেল সরদার (৪০) পিরোজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর শিকারপুর এলাকার মৃত হেমায়েত উদ্দিন সরদারের পুত্র।  

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে রাতে পিরোজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর শিকারপুর এলাকার এনায়েত সরদারের বাড়িতে রাসেল সরদারসহ কয়েকজন প্রবেশ করে প্রথমে তারা বাড়ির ভিতরের লোকজনকে গালাগালি করতে থাকে। পরে এনায়েত সরদারের বাড়িতে থাকা কেয়ারটেকার খালেক সিকদার এতে প্রতিবাদ করলে তাকেও মারধরের হুমকি দিয়ে বাড়ির ভিতরে ঘরের সাথে লাগানো বৈদ্যুতিক মিটার ও মিটারের সংযোগের সার্ভিস তার খুলে নিয়ে যায়। পরে এ বিষয়ে এনায়েত সরদারের বাড়িতে থাকা কেয়ারটেকার খালেক সিকদার নিজে বাদী হয়ে বৈদ্যুতিক মিটার ও মিটারের সংযোগের সার্ভিস তার চুরির অভিযোগ এনে গত ১১ মে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাসেল সরদারকে গ্রেফতার করে।

পিরোজপুর সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান জানান, বৈদ্যুতিক মিটার ও মিটারের সংযোগের সার্ভিস তার চুরির অভিযোগের মামলায় রাসেল সরদারকে পুলিশ শনিবার গ্রেফতার করেছে।
কেআই//