ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

প্যাকেজের নামে মানহীন পণ্য গছিয়ে দিচ্ছে টিসিবি (ভিডিও)

মেহেদী হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার

তেল কিনলে নিতে হবে পেঁয়াজ। তার কিছু ভালো, বাকিটা পচা। টিসিবির ট্রাক সেলের এমন প্যাকেজে দিশেহারা ভোক্তারা।

টিসিবির ন্যায্যপণ্যের দোকান। আছে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও ছোলা। গরিবের জন্য এই প্যাকেজের দাম ৫৬০ টাকা। 

যার আছে মসুরের ডাল কিন্তু প্রয়োজন শুধু সয়াবিন তেল- তিনি তাহলে কি করবেন? আবার সবসময় যে পর্যাপ্ত টাকা থাকে তাও তো নয়। টাকা থাকলে কেউ কি ঘন্টার পর ঘন্টা রোদবৃষ্টিতে দাঁড়িয়ে থাকে ট্রাকের পেছনে?

সরকারি প্রতিষ্ঠান টিসিবি ক্রান্তিকালে ট্রাক সেলের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করে গরিবের কাছে। তাহলে সেখানেও কি গ্রোসারি শপগুলোর মতো প্যাকেজ পদ্ধতিতে পণ্য কিনতে হবে গরিব মানুষকে?

সয়াবিন কিনতে গিয়ে যদি অপছন্দের পচা পেঁয়াজ নিতেই হয় বাধ্য হয়ে, তাহলে সেবা প্রতিষ্ঠানের সম্মান ক্ষুন্ন হওয়াটাই স্বাভাবিক বলছেন ভোক্তারা।

কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, “এমন লোক থাকতে পারেন যার একটা পণ্যের প্রয়োজন এবং সে যদি সেই পণ্যটি ক্রয় করতে পারতো তাহলে ভাল হত। কর্তৃপক্ষ এটা ভেবে দেখতে পারেন।”

প্যাকেজ পদ্ধতিতে গ্রোসারি শপগুলো সাধারণত ফ্রি-তে পণ্য দেয়। এটা নিলে ওটা ফ্রি কিংবা ওটা নিলে এটা ফ্র্রি- এমন কথা হরহামেশাই বলে থাকে। অথচ টিসিবি ঠিক তার উল্টো। ফ্রি তো দূরে থাক, মানবিহীন কোনো পণ্য টাকার বিনিময়ে গছিয়ে দিচ্ছে গরিব মানুষকে। 

এএইচ/