এনায়েতপুরে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার
সিরাজগঞ্জের এনায়েতপুরে তিনটি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তর। মঙ্গলবার (১৭ মে) সিরাজগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল হাসান রনি এনায়েতপুরে এ অভিযান পরিচালনা করেন।
এনায়েতপুর হাটের অর্জুন কুমার মোদককে অপরিষ্কার পরিবেশ, আটা-চিড়ার বস্তায় মেয়াদ না থাকা, মোড়কজাত আইন না মেনে বিক্রয় করায় ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা, মির্জা স্টোরকে ২০ লিটার তেল মজুদ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার ৭ হাজার টাকা এবং ভাই ভাই স্টোরকে ৩০ লিটার তেল মজুদ, মূল্য তালিকা না রাখা ও আমদানীবিহীন পণ্য রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৭ মে) সিরাজগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল হাসান রনি এনায়েতপুরে এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, সকালে অভিযান পরিচালনা করে তেলের ড্রামগুলোতে ময়লা, অপরিষ্কার পরিবেশ, বস্তার মেয়াদ না থাকা, তেল মজুদ ও মেয়াদ উত্তির্ণ পণ্য পাওয়া যায়। ভোক্তা অধিকার আইনে তাদের ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেয়া হয়।
কেআই//