ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

ছাত্রকে বলাৎকার করার দায়ে প্রধান শিক্ষক গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৮ মে ২০২২ বুধবার

নাটোরের বাগাতিপাড়ায় এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইকরা ইসলামিক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে বলাৎকারের শিকার হওয়া ছাত্রের মা বাদি হয়ে বাগাতিপাড়া থানাোয় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ রমজানের রাতে তমালতলা ইকরা ইসলামিক স্কুলের ওই ছাত্রকে খেদমতের জন্য ডাইনিং রুমে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। এ বিষয়ে কাউকে বলতে নিষেধ করেন তিনি। 

ঈদুল ফিতরের ছুটি শেষে ওই ছাত্র স্কুলে যেতে না চাইলে পরিবারের পক্ষ থেকে চাপ দিলে সে ঘটনা খুলে বলে। আর এঘটনা শোনার পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন ছাত্রের মা।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রের মায়ের দায়ের করা অভিযোগপত্রটি মামলা হিসেবে গ্রহণ করে মঙ্গলবার রাতেই ইকরা ইসলামিক স্কুলে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বাবুকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খয়রাতুজ্জামানের ছেলে।

আরএমএ/এএইচ