ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পর্যটন শিল্পে যুক্ত হল ‘সুন্দরবন হানি ট্যুরিজম’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার

সুন্দরবন বনবিভাগ ও সামাজিক উদ্যোগে সাতক্ষীরা রেঞ্জে প্রতিষ্ঠিত হলো ‘সুন্দরবন হানি ট্যুরিজম’। পর্যটন শিল্পকে বিকশিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

বুধবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন। 

প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মোহসিন বলেন, সুন্দরবনকে বিকশিত করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে বন বিভাগ। যার মধ্যে ‘সুন্দরবন হানি ট্যুরিজম’ অন্যতম। গত ২৭ নভেম্বর বিশ্ব ট্যুরিজম দিবসে খুলনা জেলা প্রশাসকের সভায় সুন্দরবনে হানি ট্যুরিজম করার পরিকল্পনা গ্রহণ করা হয়। পর্যটকদের আকৃষ্ট করার জন্য আরও উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

পশ্চিম সুন্দরবনের সরকারি বন সংরক্ষক এম এ হাসান বলেন, হানি ট্যুরিজমকে স্বাগত জানাই তবে বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে প্রশিক্ষনপ্রাপ্ত ট্যুর গাইড নিয়ে দলবদ্ধভাবে ট্যুর পরিচালনা করতে হবে। ট্যুরিস্টদের নিরাপত্তার স্বার্থে বন বিভাগ সদাসর্বদাই প্রস্তুত।

তিনি আরও বলেন, টেংরাখালিতে একটি ছয় কোনা ঘর নির্মাণ করা হয়েছে। সেটিই হবে মধু জাদুঘর।

এএইচ/