অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ১২:১৮ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অপহৃত ৮ম শ্রেণির এক ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণকারী আলা উদ্দিন আলো (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে লক্ষ্মীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার মনু বেপারি বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে।
জানা যায়, গত ১৬ মে দুপুরে স্কুলছাত্রী (১৬) বিদ্যালয়ে ক্লাস শেষে বাসায় ফিরছিলেন। পথে ওই ছাত্রী লক্ষ্মীপুর সদর প্রাইমারী ট্রেনিং ইনিস্টিটিউট সংলগ্ন উচ্চ মাধ্যমিক জেলা শিক্ষা অফিসের সামনে পৌঁছালে আলাউদ্দিন ও তার সহযোগী পূর্ব পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে।
এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ১৮ মে লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলার করিমপুর মনু বেপারি বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী আলোকে গ্রেপ্তার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্কুলছাত্রীকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
আরএমএ/এএইচ