ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জঙ্গি সংগঠনকে আর্থিক সহায়তার অভিযোগের ব্যারিষ্টার শাকিলা ফারজানাসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২০ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৪:৪৩ পিএম, ২০ মার্চ ২০১৬ রবিবার

জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে আর্থিক সহায়তা দেয়ার অভিযোগের মামলায় ব্যারিষ্টার শাকিলা ফারজানাসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে র‌্যাব। চট্টগ্রামের বাঁশখালী আদালতে চার্জশীট দাখিল করার কথা জানান, র‌্যাবের জনসংযোগ কর্মকর্তা এ এসপি মোহাম্মদ আমির । র‌্যাব জানায়, জঙ্গি ’শহীদ হামজা বিগ্রেড’র জঙ্গি কার্যক্রম চালাতে ১ কোটি ৩৮লাখ ৭০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। বিপুল পরিমাণ এই অর্থের মধ্যে শাকিলা ফারজানা দু’দফায় দিয়েছেন ৫২ লাখ টাকা, তার সহযোগী হাসানুজ্জামান লিটন ৩১ লাখ এবং মাহফুজ চৌধুরী বাপন ২৫ লাখ টাকা। গেলো বছরের ১৮ই আগষ্ট রাজধানীর ধানমন্ডি থেকে ব্যারিষ্টার শাকিলা ফারজানাসহ  তিন জনকে আটক করে র‌্যাব।