ডেঙ্গু রোধে মিরপুরে ক্যাম্পেইন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:০৬ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
ডেঙ্গু রোধে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের লক্ষ্যে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
শুক্রবার সকালে লার্ভি সাইডিং দিয়ে ক্যাম্পেইন শুরু করেন মিরপুর এক নম্বরের কাউন্সিলর।
কাউন্সিলর মুরাদ হোসেন মশক কর্মিদের নিয়ে এডিস মশার প্রজনন স্থল খুঁজে বের করে সেখানে গাপ্পি মাছ ছাড়েন।
এসময়ে বাসাবাড়ি পরিস্কার করার পাশাপাশি দুই বাড়ির মধ্যে যাতে পানি জমতে না পারে সেজন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এবার সময়ের আগেই মশা নিয়ন্ত্রণে মাঠে নামে ডিএনিসিসি। শুরু করে দশ দিনব্যাপি অভিযান।
এএইচ/