ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রাশিয়া ও ইউক্রেনের কৃষি পণ্য বিশ্ব বাজারে সরবরাহের আহ্বান

আউয়াল চৌধুরী

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার | আপডেট: ০৮:১১ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার

জাতিসংঘ মহাসচিব আ্যান্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের কৃষি পণ্য বিশ্ব বাজারে ফের সরবরাহে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান। খবর সিনহুয়ার

সংঘাত ও খাদ্য নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘ প্রধান বলেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তায় যুদ্ধ চলা সত্ত্বেও ইউক্রেনের কৃষি পণ্য  এবং রাশিয়া ও বেলারুশের খাদ্য পণ্য ও সার বিশ্ব বাজারে ফের সরবরাহ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

গুতেরেস বলেন, এতে ‘সংশ্লিষ্ট সকল দেশের সুনাম’ হবে।

নাইজার, মালি, শাদ ও বুরকিনা ফাসোতে জরুরি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা মেটাতে মহাসচিব সেন্ট্রাল ইমার্জেন্সি রেজপন্স ফান্ড (সিইআরএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার ছাড়ের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘এনিয়ে চলতি বছরের শুরু থকে সাহিল অঞ্চলে সিইআরএফের মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি ডলার অর্থায়ন করা হলো।’

মহাসচিব বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতের রাজনৈতিক সমাধানের মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা হচ্ছে খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তা মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এসি