সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ২১ মে ২০২২ শনিবার
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। শুক্রবার (২০ মে) রাজধানী দামেস্কে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
সিরিয়ার সামরিক কর্মকর্তাদের বরাতে সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গোলান উপত্যকা থেকে চালানো এই আগ্রাসনে তিন জন নিহত এবং কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দামেস্কের আশেপাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
এর আগে ১৩ মে সর্বশেষ হামলা চালায় ইসরায়েলি বাহিনী, মধ্য সিরিয়ায় চালানো ওই হামলায় পাঁচজন নিহত হয়।
এর আগে গত ২৭ এপ্রিল দামেস্কের কাছে আরো একটি হামলা হয়েছিল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর-এর দেয়া তথ্য অনুসারে, ওই হামলায় ৬ জন সিরিয়ান সৈন্যসহ ১০ জন সেনা সদস্যকে হত্যা করেছিল ইসরায়েল। ২০২২ সাল শুরু পর যা ছিল সবচেয়ে বড় ধরণের হামলা।
মূলত বেশ কয়েক বছর ধরেই সিরিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, ইরান সংশ্লিষ্টদের নিশানা বানাচ্ছে তারা।
২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহায়তা দিতে লেবাননের হিজবুল্লাহ ছাড়াও ইরান সংশ্লিষ্ট আরও কয়েকটি গ্রুপ সিরিয়ায় অবস্থান নিয়েছে বলেও দাবি ইসরায়েলের। সূত্র: রয়টার্স, আরব নিউজ।
এনএস//