টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৩ মে ২০২২ সোমবার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নোয়াখালীতে হাসান মোহাম্মদ রাসেদ নামের সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)’র এক কর্মকর্তাকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ওই ব্যাংকারকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার (২২ মে) নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত হাসান মোহাম্মদ রাসেদ ফেনী জেলার দাগনভুঞা উপজেলার গজারিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে। তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের ফেনী শাখার ক্যাশ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মামলার সূত্রে জানা যায়, আসামি রাসেদ ফেনী শাখায় কর্মরত থাকাবস্থায় গ্রাহকের ১৭ লাখ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক রিজিয়া সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন শাখায় অর্থ আত্মসাতের আরও একাধিক মামলা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
নোয়াখালী দুদকের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের ১ এপ্রিল ফেনী থানায় দায়ের হওয়া মামলায় দোষী সাব্যস্ত করে আসামি হাসান মোহাম্মদ রাসেদকে ৩০ বছরের কারাদণ্ড ও ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
আরএমএ/এএইচ