ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পুতিনের কঠোর সমালোচনা, রুশ কূটনীতিকের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২ এএম, ২৪ মে ২০২২ মঙ্গলবার

ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘বিচারবুদ্ধিহীন’ যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করছেন জেনেভায় জাতিসংঘ কার্যালয়ের রুশ কূটনীতিক বরিস বোনদারেভ। পদত্যাগের কারণ হিসেবে তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে লজ্জাজনক এবং উভয় দেশের বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

জাতিসংঘে রাশিয়ার একজন কাউন্সিলর হিসেবে নিযুক্ত ছিলেন বরিস বন্ডারেভ। ২০১৯ সাল থেকে তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি নিজেকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ বছর ধরে কর্মরত হিসেবে উল্লেখ করেছেন।

জেনেভায় কূটনীতিকদের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর উচ্চ পর্যায়ের কোনও রুশ কূটনীতিকের এটিই প্রথম পদত্যাগের ঘটনা।

ইউক্রেনে আক্রমণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের দিনকে ইঙ্গিত করে বরিস বন্ডারেভ লিখেছেন, ‘‘বিশ বছরের কূটনৈতিক কর্মজীবনে আমি আমাদের পররাষ্ট্রনীতির বিভিন্ন উত্থান-পতন দেখেছি। কিন্তু এই বছর ২৪ ফেব্রুয়ারির মতো নিজের দেশকে নিয়ে এত লজ্জিত কখনও হইনি।’’  

তিনি আরও লিখেছেন, ‘‘ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের শুরু করা আগ্রাসী যুদ্ধ এবং প্রকৃতপক্ষে পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে এই যুদ্ধ শুধু ইউক্রেনের মানুষের বিরুদ্ধে অপরাধ নয়, হয়তো এটি রাশিয়ার জনগণের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অপরাধ।’’

নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা উল্লেখ করে বোনদারেভ আরও জানিয়েছেন, তার এই পদক্ষেপ একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এতে কোনো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তা ছাড়া, এই পদক্ষেপের ফলে রাশিয়া তাকে এরই মধ্যে ‘দেশদ্রোহী’ ভাবতে শুরু করেছে- এমনটিও মনে করেন বলে জানিয়েছেন বোনদারেভ।

জেনেভার কূটনীতিকরা বন্ডারেভের পদত্যাগের ইমেইল প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন।

জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ৪১ বছর বয়সী বন্ডারেভ রুশ মিশনের একজন কাউন্সিলর।

রুশ মিশন জানিয়েছে, এই মুহূর্তে তাদের মুখপাত্র উপলব্ধ নন। শিগগিরই এ বিষয়ে বিবৃতি দেওয়া হবে।

এমএম/