অপরিবর্তিত যমুনার পানি, দেখা দিয়েছে ভাঙন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:২২ পিএম, ২৫ মে ২০২২ বুধবার | আপডেট: ০২:৪৫ পিএম, ২৫ মে ২০২২ বুধবার
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘন্টায় পানি ১৯ সেন্টিমিটার কমে বুধবার সকালে বিপদ সীমার ১১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত কয়েক দিনে যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে জেলার চর অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ডুবে গেছে ধান ও ফসলি জমি।
এদিকে, পানি বৃদ্ধির কারণে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের চৌহালী ও শাহজাদপুর উপজেলায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন। শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের অন্তত ২০টি বাড়িঘর ও গাছপালা যমুনা নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
স্থানীয়রা জানান, “পূর্ব দিকে চর পড়ার কারণে পশ্চিমের জালালপুর, পাগড়তলা, সৈয়দপুর এলাকায় খুব ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের শঙ্কায় রাতের ঘুমই হয় না, চিন্তা-আতঙ্কে আছি আমরা।”
আরেকজন জানান, “বর্ষা আসার আগেই নদীতে আমার বাড়ি-ঘর চলে গিয়েছে। এখন কোথায় যাব, বাড়ি নাই, জমি নাই, ঘর নাই। নদীর মধ্যেই মরা ভাল।”
পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, যমুনার পানি কিছুটা কমতে শুরু করলেও নিন্মচাপের কারণে আগামীতে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এএইচ