ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক এশিয়ার পূণঃঅর্থায়ন বিষয়ক চুক্তি সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ২৫ মে ২০২২ বুধবার

সাপোর্টিং পোস্ট কভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি)-এ অংশগ্রহণের নিমিত্তে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি পূণঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। 

গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু ফারাহ্ মো. নাসের এবং বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রিন্সিপাল ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মি. ডংডং ঝাং। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংক এশিয়ার এমএসএমই এন্ড এগ্রি ডিভিশন প্রধান মো. শামিনুর রহমান এবং চ্যানেল ব্যাংকিং ডিভিশনের এভিপি ও হেড অব সিএমএসই জনাব সামিউল আনাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

এ চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের এসপিসিএসএসইসি প্রকল্পের অনুকূলে এডিবি’র বরাদ্দকৃত ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে ব্যাংক এশিয়া অংশগ্রহণমূলক পূনঃঅর্থায়ন সুবিধা পাবে এবং প্রাপ্ত অর্থ বিদেশ ফেরত অভিবাসী, বেকার/স্বল্প আয়ের তরুণ এবং গ্রামীণ উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদের মাঝে স্বল্পসুদে বিতরণ করবে।  
কেআই//