পেছালো জাবির নির্মাণকাজ উদ্বোধনের তারিখ
জাবি প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২৬ মে ২০২২ বৃহস্পতিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের ২য় ধাপের ১৪টি নির্মাণ কাজের উদ্বোধন হওয়ার কথা বুধবার (২৫ মে) থাকলেও, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভার পর পিছিয়েছে উদ্বোধনের তারিখ।
বুধবার (২৫ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও অধিকতর উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উপাচার্য মোঃ নূরুল আলম এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভায় শিক্ষক-শিক্ষার্থীদের যৌক্তিক প্রশ্ন নিয়ে আবারো মতবিনিময় সভা করতে হবে বলে প্রয়োজন অনুভব করেন জাবি উপাচার্য। সেই লক্ষ্যে আগামী রবিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক, আর্কিটেক্ট সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারো শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বসবেন উপাচার্য।
মতবিনিময়ের শুরুতে প্রকল্প অফিসের কর্মকর্তারা অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপের ১৪ টি স্থাপনার ম্যাপে অবস্থান, ডিজাইন ও সচিত্র প্রেজেন্টেশন উপস্থাপন করে। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষকদের মতামত গ্রহণ করা হয়।
এ সময় জাবি ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, “যেহেতু বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে, তাই শিক্ষার্থীদের স্বার্থে নির্মাণ সাইটের মালামাল পরিবহনের কাজ রাতে করা যায় কিনা অথবা পরিবহনের জন্য বিকল্প রাস্তা তৈরি করা যায় কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশুনার যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ম্যুরাল করতে হবে এবং এর কাজ প্রকল্প শুরুর প্রথমেই দেখতে চাই আমরা।”
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, “আমাদেরকে নানা সময় উন্নয়নবিরোধী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, আমরা উন্নয়নের পক্ষে। আমরা উন্নয়ন চাই, তবে তা সকল অংশিজনের মতামত নিয়ে হোক, পরিবেশের সর্বনিম্ন ক্ষতি করে হোক।”
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূর হাছান নাইম বলেন, “ অধিকতর উন্নয়ন প্রকল্পের স্থাপনাগুলোর মাঝে বিশ্ববিদ্যালয়ের শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোন ধরনের বিশেষ সুযোগ সুবিধা নেই। এ প্রকল্পের আওতায় যতগুলো ভবন তৈরি হবে, সবগুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য তাদের প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজে সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
“এ ব্যাপারে আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়। একটি ব্যক্তি যেমন একটি পরিবারকে দাঁড় করাতে পারে তেমনি একটি ব্যাক্তির মৃত্যুই তার পরিবারের ধ্বংসের কারণ হতে পারে। সেদিকে প্রকল্প সংশ্লিষ্টরা সজাগ দৃষ্টি রাখবেন।”
আলোচনাশেষে জাবি উপাচার্য নুরুল আলম বলেন, “ আপনারা যেহেতু আমাকে বিশ্বাস করেন সেই বিশ্বস্ততার জায়গা থেকে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি প্রকল্পের কাজে কোন ধরনের অসচ্ছতা থাকবে না। ক্ষমতার লোভ কখনোই আমার ছিলনা। ক্ষমতা আল্লাহর দান, আল্লাহ চাইলে থাকবে আল্লাহ না চাইলে থাকবে না। আমি এতদিন থেকে যা বিশ্বাস করে এসেছি তা হলো সততা।
“সততা বিসর্জন দিয়ে আমি একদিনও ক্ষমতায় থাকতে চাই না। আপনাদের কথামতো শিক্ষক-শিক্ষার্থী মিলে একটা তদারক কমিটি গঠন করা হবে। আপনারা যেহেতু কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছেন সেটা আমি প্রকল্প পরিচালকের সাথে কথা বলে, তাকে নিয়ে আপনাদের সঙ্গে মতবিনিময় শেষে সিদ্ধান্ত নেব।”
এসময় সভায় উপস্থিত ছিলেন উপাচার্য মোঃ নূরুল আলম, উপ-উপাচার্য শেখ মোঃ মনজুরুল হক, কোষাধ্যক্ষ রাশেদা আখতার, রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর আসম ফিরোজ উল হাসান, দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন, ইতিহাস বিভাগের শিক্ষিকা আনিছা পারভিন জলি, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক মহিবুর রউফ শৈবালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন জাবি প্রেসক্লাব, সাংবাদিক সমিতির প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএমএ/এমএম/