ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

শৌখিন পণ্য তৈরি করে স্বাবলম্বী ঠাকুরগাঁওয়ের নারীরা (ভিডিও)

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার

ঠাকুরগাঁওয়ে ঘরে বসে শৌখিন পণ্য তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। প্রত্যন্ত জনপদের নারীদের অবস্থার উন্নতির পাশাপাশি তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা।

দু’বছর আগে ভাড়া বাসায় ২০ জনকে নিয়ে স্বল্প পরিসরে কাজ শুরু করেছিলেন সানজিদা শারমিন। তার প্রতিষ্ঠানে এখন কাজ করছেন প্রায় ৪০ জন নারী। তৈরি করছেন বিভিন্ন ধরনের কুশন, পাটজাত পণ্য, শোপিস, গায়ে হলুদের গয়না।

এখানে কাজ শিখেছেন শতাধিক নারী। তৈরি হয়েছে আরো নতুন উদ্যোক্তা।

এখানকার নারী কর্মী বলেন, "আমরা এখানে আপুর উদ্যগে কাজ শিখতেছি, ভালো লাগতেছে।"

আরেকজন কর্মী বলেন, "স্ট্রবেরি, গাজর, মরিচ, বেগুন, বিভিন্ন প্রানীর স্টাফট পুতুল তৈরি করি আমরা।"

এই উদ্যোগ আরও বড় হবে বলেও আশা জানান তারা। 

‘ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবার’ নামের ফেসবুক পেজ তৈরি করে পণ্য বিক্রি করছেন সানজিদা।
উদ্যোক্তা সানজিদা শারমিন সেতু বলেন, "আমাদের গ্রুপে ৫৫ হাজারের বেশি মেম্বার রয়েছে যারা আমাদের কাছ থেকে পণ্য কেনেন।"

নারী উদ্যোক্তাদের সরকারিভাবে সহযোগিতার আশ্বাস জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের।
ঠাকুরগাঁও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নিরঞ্জন কুমার বলেন, "তাদের কাজগুলো খুব সুন্দর, তাদের আমরা স্বাগত জানাই।"

এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামান বলেন, েএখানে বেশকিছু নারী উদ্যোক্তা তাদের পণ্য অনলাইনে বিক্রি করছে, যা খুবই সম্ভাবনাময়।" 

অনলাইন প্ল্যাটফর্ম সুবিধায় আর্থ-সামাজিক উন্নয়ন ও নিজেদের ক্ষমতায়নে নারীরা আরও বেশি ভূমিকা রাখবেন, এ প্রত্যাশা সবার।

এসবি/