ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পূর্ব তিমুরে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২১ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার

পূর্ব তিমুরের উপকূলে শুক্রবার ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায়। 

ভূমিকম্পে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সুনামি উপদেষ্টা গ্রুপ বলেছে, ভূমিকম্পটি ভারত মহাসাগর অঞ্চলকে প্রভাবিত করে একটি সুনামি তৈরি করতে সক্ষম হতে পারে।

ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্প পূর্ব তিমুর এবং ইন্টোনেশিয়ার মধ্যে বিভক্ত দ্বীপের পূর্ব প্রান্ত থেকে ৫১.৪ কিলোমিটার (৩২ মাইল) গভীরতায় আঘাত হানে।

ইন্ডিয়ান ওশান সুনামি ওয়ার্নিং অ্যান্ড মিটিগেশন সিস্টেম (আইওটিডব্লিউএমএস) এই অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে।
এসএ/