ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

জনগণের অর্থায়নে পদ্মা সেতু, বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার

আইন, বিচার ও সংসদ বিষয়ক আইনমন্ত্রী এ্যাড. আনিসুল হক, এমপি বলেছেন বাংলাদেশের জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু আওয়ামী লীগ সরকার বানাতে পেরেছে সেটা বিএনপির সহ্য হচ্ছে না, এজন্য তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে।

শুক্রবার সকালে তিনি জেলার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন। 

এ সময় আইনমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের কিছু ভালো হোক সেটা ওনারা (বিএনপি) চান না। এজন্য তারা অপপ্রচারে লিপ্ত রয়েছে।” তিনি বাংলাদেশের মানুষকে এসব অপ্রচারে কান না দেয়ার আহ্বান জানান।

এসময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
এসএ/