ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

কুসিক নির্বাচন ঘিরে নানা হিসেব-নিকেশ (ভিডিও)

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৮ মে ২০২২ শনিবার | আপডেট: ০১:৫০ পিএম, ২৮ মে ২০২২ শনিবার

কুমিল্লা সিটি নির্বাচনের ভোট ১৫ জুন। এরই মধ্যে জনপ্রতিনিধি নির্বাচনে নানান হিসেব-নিকেশ করছেন ভোটাররা। তারা বলছেন, এমন নগরপিতা চান যিনি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

২০১১’র ১০ জুলাই কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ পৌরসভাকে একীভূত করে তৈরি হয় কুমিল্লা সিটি। এই নগরে জনসংখ্যা প্রায় ১০ লাখ।

আসন্ন সিটি নির্বাচন ঘিরে চলছে নানান হিসেব-নিকেশ। কেমন মেয়র চান তা নিয়ে আলোচনায় ব্যস্ত নগরবাসী। 

প্রশস্ত রাস্তাঘাট, জলাবদ্ধতার নিরসন, অপরিকল্পিত নগরায়ন রোধ করে বাসযোগ্য নগর চান শহরবাসী।

নগরবাসীরা জানান, “বর্তমানে কুমিল্লায় বড় সমস্যা জলাবদ্ধতা। দ্বিতীয় সমস্যা হচ্ছে জনযট। জলাবদ্ধতা ও ফুটপাতগুলো অপসারণ করে মানুষ চলার উপযোগী এবং বাস উপযোগী করা হয়।”

আরেক নগরবাসী জানান, “এটা একদম অগোছালো একটা শহর। আমরা চাই এমন একজন মেয়র নির্বাচিত হোক, যার মাধ্যমে কুমিল্লাকে গোছানো হবে।”

“একজন মেধাবী মেয়র চাই, সে যাতে কুমিল্লা শহরটাকে একটা আধুনিক শহর হিসাবে গড়ে তুলতে পারে” এমন আশাবাদ জানালেন এক শহরবাসী।

এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন। সাধারণ কাউন্সিলর পদে ১১১ আর সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন বৈধ হয়েছে ৩৭ জনের। 

এএইচ